প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- রেড ভলেন্টিয়ার্স এবং বালি থানার পুলিশের চেষ্টায় বুধবার এক অসুস্থ দম্পতিকে বাড়ি থেকে উদ্ধার করা হল| বালির নিমতলায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে| দম্পতির মধ্যে বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় | জানা গেছে,মঙ্গলবার থেকে ফোনে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ছোট মেয়ে অমৃতা প্রতিবেশিদের খবর দেন | রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চান | রেড ভলেন্টিয়ার্সরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন | এরপর মঙ্গলবার রাতে পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে বয়স্ক দম্পতিকে অসুস্থ অবস্থায় দেখতে পায় | অভিযোগ, পুলিশ এদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা না করেই ফিরে আসে| বুধবার সকালে বৃদ্ধ দীপক বল ও তাঁর স্ত্রী রাখী বলকে ঘর থেকে উদ্ধার করা হয় | দীপকবাবুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় | জানা গেছে, বালির নিমতলায় বহুতল ফ্ল্যাটের দোতলায় সত্তরোর্ধ ওই দম্পতি অসুস্থ অবস্থায় পড়েছিলেন | তার ছোট মেয়ে অমৃতা ফোন করে বাবা-মার খোঁজ না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের ফোন করেন| রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে যোগাযোগ করেন থানায় | রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা বালি থানার পুলিশের সাহায্য চান | পুলিশ দরজা ভেঙ্গে বয়স্ক দম্পতিকে ঘরের ভিতর থেকে উদ্ধার করেন | আজ সকালে বৃদ্ধকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান | মেয়ের দাবি, মা রাখীদেবী মানসিক রোগী | ঘরে বহুদিনের আবর্জনা জমিয়ে রাখা ওনার অভ্যাস ছিল | সেই অবস্থার মধ্যেই অস্বাস্থ্যকর পরিবেশে এরা থাকতেন | বারণ করলেও ওনারা শুনতেন না | মঙ্গলবার থেকে ফোনে যোগাযোগ করতে না পারলে অবশেষে ওই দম্পতির মেয়ে রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে যোগাযোগ করে তাঁর বাবা,মাকে উদ্ধার করেন |