দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজই কলকাতা উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | তবে সূত্রের খবর, পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফেরেননি তিনি | এক সপ্তাহ এন্টালির একটি নার্সিংহোমে আইসোলেশনে থাকবেন তিনি| সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে | চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি | এদিন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল সূত্রে জানানো হয়েছে | বুদ্ধবাবুর শারীরিক অবস্থার প্রভূত উন্নতি হয়েছে | বাইপ্যাপের মাধ্যমে মিনিটে মাত্র ০.৫ লিটার অক্সিজেনেই রক্তে ৯৬ শতাংশ সম্পৃক্ততার মাত্রা থাকছে তাঁর | সেজন্য এদিন তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা | তবে তাঁকে ৭ দিন আইসোলেশনে থাকতে হবে | বাড়িতে তাঁদের যত্ন নেওয়ার লোক না থাকায় বাড়ির কাছেই একটি সেফ হোমে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা | ৭ দিন চিকিৎসকদের নজরদারিতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী | এদিন উডল্যান্ডস-এর চিকিৎসকরা জানান, “ওঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের অক্সিজেন সাপোর্ট লাগেনি| লাগছেও না | ওঁনাদের সহকারী তপনবাবুর অক্সিজেন সাপোর্ট লাগেনি | আমরা আশা করছি ওঁনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন |বুদ্ধুদেববাবু মরনোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন, তাই কোভিডে হেরে চলে যেতে চাননি | উনি খুব ভালভাবে সাড়া দিয়েছেন চিকিৎসায় |”প্রসঙ্গত, গত ১৮ মে করোনা আক্রান্ত হন বুদ্ধবাবু ও মীরদেবী | মীরাদেবীকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় | তবে বুদ্ধবাবু ভর্তি হননি | গত ২৫ মে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় | গত দু’তিন ধরেই তিনি স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করেছেন | চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে কথাও বলেছেন|তাঁর রেমডেসিভিরের কোর্স আগেই শেষ হয়েছে |