বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বিধ্বস্ত পাথরপ্রতিমা পরিদর্শনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | জলপথে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। কোন কোন এলাকায় ঠিক কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ |এমনকি ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের সঙ্গে কথাও বলেন তিনি | ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূলবর্তী জেলাগুলি তছনছ করে দিয়েছে | ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে সরকারি প্রশাসনকে মাঠে নামিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আবার মানুষের পাশে দাঁড়াতে, অভাব-অভিযোগ শুনতে দলের নেতা–নেত্রীদের এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো | এবার সেই নির্দেশ মতোই বিধ্বস্ত পাথরপ্রতিমায় মানুষের পাশে এসে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | বুধবার জলপথে গোটা এলাকা ঘুরে দেখলেন তিনি| কোন কোন এলাকায় কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ | দুর্গতদের সঙ্গে কথাও বললেন|প্রসঙ্গত,গত ২৬ মে ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’| তার প্রভাব পড়ে বাংলাতেও | দিঘা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি হয় | পাথরপ্রতিমা-সহ দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন গ্রাম চলে যায় জলের তলায় | বুধবার সেই গ্রামগুলি ঘুরে দেখার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | সেইমতো এদিন সকালে প্রথমেই দেবীচকের ত্রাণশিবিরে যান তিনি | তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক-সহ দলের একাধিক নেতানেত্রী | দেবীচকের ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন অভিষেক | রাজ্য সরকারের নির্ধারিত প্যাকেজ অনুযায়ী দুর্গতরা ত্রাণ পাবেন বলে জানান তিনি | অভিষেক বলেন, “আপনাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫ হাজার টাকা এবং সম্পূর্ণ ক্ষতি হলে ২০ হাজার টাকা অর্থ সাহায্য পাবেন | গবাদি পশু, পানের বরোজের ক্ষতি হলেও অর্থ সাহায্য মিলবে | মৎস্যজীবীরাও ক্ষতিপূরণ পাবেন | আমি অনুরোধ করব সকলে এখানেই থাকুন | কেউ সাহায্য করুন না করুন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন কোনও চিন্তা করবেন না |” এরপর জলপথে পাথরপ্রতিমার একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি | দুর্গতরা সকলে খাবার, জল-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন কিনা, সে সংক্রান্ত খোঁজখবরও নেন তিনি |