বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ঘূর্ণিঝড় কবলিত স্থানগুলি পরিদর্শন করলেন রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল | দুর্যোগে পড়া মানুষগুলির সঙ্গে কথা বলেন তিনি |এমনকি ইয়াস বিধ্বস্ত মৌসুনি দ্বীপ,বকখালি,ফ্রেজারগঞ্জ,কাকদ্বীপ,নামখানা, পাথরপ্রতিমার ক্ষতিগ্রস্থদের ত্রাণও তুলে দিলেন দিলীপ মণ্ডল|
ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে সুন্দরবনের নদীগুলি কার্যত রুদ্ররূপ ধারণ করেছিল | প্রবল জলোচ্ছ্বাসে মাটির বাঁধগুলো ভেঙে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে নোনা জলে | নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি | নোনা জলে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ | গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার | বেশ কয়েকটি দ্বীপ নিয়ে পাথরপ্রতিমা বিধানসভা | ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন একটা না পড়লেও কোটালের জলোচ্ছ্বাসের কারণে নদীর মাটির বাঁধ ভেঙে একের পর এক গ্রামকে ভাসিয়ে নিয়ে যায় নদীর জল | কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন | ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করতে আসেন রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল | স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বাস দেন | বলেন,খুব দ্রুত রাজ্য সরকার ভাঙন কবলিত এলাকাগুলিতে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করে দেবে|