নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-ফের একবার সংঘাতে রাজ্যপাল ও রাজ্য সরকার | এবার ইস্যু রাজ্য পুলিশের ডিজি নিয়োগের পদ্ধতি| নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | এই বিষয়ে রিপোর্টও তলব করেছেন তিনি | বৃহস্পতিবার সরাসরি রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রকে পুনর্বহাল করার ক্ষেত্রে প্রশ্ন তুলে টুইটারে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় | ডিজিপি নিয়োগ নিয়ে রিপোর্ট তলব করলেন তিনি| কোন পদ্ধতি মেনে ডিজিপি নিয়োগ করা হয়েছে? তা জানতে চাইলেন তিনি | ফলে ফের রাজভবন-নবান্ন সংঘাত জারি হল বলে মনে করা হচ্ছে| ঠিক কী লিখেছেন রাজ্যপাল? তিনি টুইট করে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ভারপ্রাপ্ত কাউকে অস্থায়ীভাবে নিয়োগ না করে ইউপিএসসি প্যানেলের মধ্যে থেকে একজনকে ডিজিপি পদে নিয়োগ করা | সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত রাজ্য সরকারের | ২০১৯ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের আবেদন নাকচ করেছিল সুপ্রিম কোর্ট|’ এমনকী সুপ্রিম কোর্টের একটি অর্ডার উল্লেখ করে টুইট করেন তিনি | টুইটে ট্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে | আলাপন বন্দ্যোপাধ্যায়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে ডিজিপি ইস্যু সামনে নিয়ে আসা হল | আর তা নিয়ে এখন রাজ্য-রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে | কারণ বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের ডিজি বদলে দিয়েছিল নির্বাচন কমিশন | তখন সরিয়ে দেওয়া হয়েছিল বীরেন্দ্রকে| তবে হ্যাট্রিক করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসতেই বীরেন্দ্রকেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী | আর রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কখনও বলা হয়নি যে বীরেন্দ্রকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে | কেন এই নিয়োগ করা হয়েছে সেই বিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর কাছ থেকে ব্যাখা চেয়েছেন রাজ্যপাল| জানা গিয়েছে, এই বিষয়ে গতকাল রাজভবনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | এরপরে পরেই এদিনের রাজ্যপালের টুইট কার্যত রাজ্য সরকার ও রাজভবনের বিরোধে নয়া এক বিষয় যুক্ত করে দিল বলেই অনেকে মনে করছেন |