দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে কার্যত লকডাউনে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের | বিধিনিষেধ জারি থাকায় লোকসানে চলছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা | লক্ষ লক্ষ লোক কর্মহীন, নবান্ন সভাঘরে বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ছাড় দেওয়ার আবেদন করলেন হোটেল শিল্পের প্রতিনিধি | তাতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ঘোষণা করলেন, সমস্ত কোভিড বিধি মেনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁ খোলা রাখা যাবে | তবে কর্মীদের আগে টিকা দিতে হবে|বৃহস্পতিবার বণিকসভার বৈঠকে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে করোনা রুখতে বিঁধি নিষেধের মাঝেই রেস্তোরাঁ ও হোটেলে ছাড় দেওয়া হচ্ছে | কারণ লকডাউনে ওদের অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে | তাই আগামীকাল থেকে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ | তবে সমস্ত কর্মীদের টিকার ব্যবস্থা করতে হবে | ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে |’ এদিন বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমরা কিন্তু ব্যবসায়ীদের কথা ভেবেছি | অন্য রাজ্যের মতো লকডাউন করিনি | কার্ফু জারি করিনি | বাজার দোকান পুরোপুরি বন্ধ করিনি | সবকিছু নির্দিষ্ট সময় পর্যন্ত সচল রেখে বিঁধি নিষেধ জারি করেছি | তাই আগেই আমরা বলেছিলাম মিষ্টির দোকান যেমন সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ঠিক তেমনই এবার রেস্তোরাঁ ও হোটেল খোলা থাকুক বিকেলের দিকে | তবে আমি বলব হোটেল বা রেস্তোরাঁ অনলাইন মাধ্যমকেই বেশি করে ব্যবহার কর | এতে করোনা ছড়ানোর ভয় কম থাকে আর ব্যবসাও ভালো হয় |’ এর পাশাপাশি খুচরো দোকানগুলি খোলার সময়সীমাও দুপুর ৩ টে থেকে বাড়িয়ে ৪ টে করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী | নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তবে সন্ধ্যবেলা কোনও দোকান খোলা রাখা যাবে না | সংক্রমণের কথা মাথায় রাখতে হবে | কাপড় জামা কিংবা মুদিখানা ও খুচরো বাজার বিকেলে বা সন্ধ্যয় খোলা রাখা যাবে না |’প্রসঙ্গত,রাজ্যে করোনা রুখতে বিঁধি নিষেধ লাগু করে সুফল মিলেছে| ধীরে ধীরে রাজ্যে কমছে করোনার দৈনিক সংক্রমণ |