নিজস্ব সংবাদদাতা :- বিয়েবাড়ি যাওয়ার পথেই পাথরবোঝাই ডাম্পারের নীচে চাপা পড়ে মৃত্যু হল ১৪ জনের। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল ধূপগুড়ি। ইতিমধ্যেই গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে পুরুষ ও মহিলা ছাড়াও আরো তিনটি শিশু।
সূত্রের খবর, তাঁরা ময়নাগুড়ির চূড়াভাণ্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর গতকাল রাত ৯টা নাগাদ তিনটি ছোট গাড়ি করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষের আত্মীয়রা। কিন্তু রাস্তা ফাঁকা পেয়ে তাঁরা উলটো রুটেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, আর ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। আর তারপরেই কনে যাত্রীদের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ডাম্পারটির। ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে হেলে যায়। ঠিক সেই সময় কনেযাত্রীদের বাকি দুটো গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই ঘটে চরম বিপত্তি। যাত্রীসমেত ডাম্পারের তলায় চাপা পড়ে যায় গাড়ি দুটো।