নিজস্ব সংবাদদাতা :- সম্মুখসমরে ভোট লড়াই এবার নতুন চমক দিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই দলে যোগ দিলেন সিএবি এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দিলেন বিশ্বরূপ। বিশ্বরূপ দে জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই যোগ দিলাম”।
প্রসঙ্গত, ভোট রাজনীতি নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার পরিস্থিতি। দফায় দফায় মিটিং মিছিল বা ফেসবুক লাইভ থেকে এক এক সময় মিলছে এক একটা ইঙ্গিত। কখনো দল বদল তো কখনো ভোল বদল। পাল্লা দিয়ে বাড়ছে ভোট লড়াই। অন্যদিকে বাংলার শাসক দলকেও পাল্টা মাত দিচ্ছে গেরুয়া শিবির। একের পর এক মিছিল এবং নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে তাঁরা প্রতিবারই বুঝিয়ে দিয়েছে তাঁদের সাথে সামঝোতা করা চাট্টেখানি কথা নয়। আর ভোট লড়াইয়ের মাঝেই এবার নতুন করে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল। তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এদিন সাংবাদিক বৈঠকে বিশ্বরূপ দে বলেন, “আমি তৃণমূল কংগ্রেসের অন্ধভক্ত নই। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই যোগ দিলাম। বাংলাকে বাঁচাতে সকলকে একযোগে তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় আসতে হবে। আজ আমি ছাড়াও আরও ১২৫ জন যোগ দিলেন, সকলেই সাধারণ মানুষ।”