প্রসেনজিৎ ধর :- সাবালকের ব্যর্থতা দেখে নাবালককে আসতে হয়েছে | শুভেন্দুর নাম না করে নিশানা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের | গতকাল পাথরপ্রতিমা, সন্দেশখালি পরিদর্শনের পর আজ ইয়াস ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা পরিদর্শন করেন তিনি | অধিকারীদের গড় কাঁথিতে ত্রাণ শিবির পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | নিজের ক্ষয়ক্ষতির হিসেব দিন ত্রাণ শিবিরের বাসিন্দাদের জানিয়েছেন অভিষেক | রাজ্য সরকার তাঁদের সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন | কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী | তিনি বলেছেন নাবালক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও মন্তব্যের জবাব দেব না | রাজভবনের সামনে থেকে সাংবাদিকদের এমনই বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | কাঁথিতে রিলিফ ক্যাম্প পরিদর্শন করে অধিকারী পরিবারকে নাম না করে নিশানা করেছেন অভিষেক | “তিনি অভিযোগ করেছেন, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে কারা ছিলেন সেটা সকলেই জানে | রাস্তা, গার্ড ওয়াল তাদেরই তৈরি | কেবল নিজেদের স্বার্থ দেখা হয়েছে। মানুষের স্বার্থকে দেখা হয়নি |” শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বলেন “সাবালককে বলুন সাবালকত্বের প্রমাণ দিতে | সাবালক ব্যর্থ হয়েছেন বলেই নাবালককে আসতে হয়েছে | সাবালককে টাকা দিতে বলা হয়েছে, নাবালককে টাকা নিতে দেখা যায়নি | মানুষের গ্রাস কেড়ে নিয়েছে বলেই নাবালককে আসতে হয়েছে|
” তিনি আরও বলেন, “সেচমন্ত্রী কে ছিলেন সবাই জানেন | তদন্ত হবে। দোষীদের কাউকে রেয়াত করা হবে না|”অভিষেকের আসার খবর পেয়েই বাঁধের উপর জড়ো হয়েছিলেন গ্রামবাসীরা | তাঁদের আর্জি, “দ্রুত এই বাঁধ ঠিক করা হোক। আগামী ১২ তারিখ ফের ভরা কোটাল আছে | বাঁধ ঠিক না হলে গ্রামে আবার জল ঢুকবে |” সকলের অভিযোগ মন দিয়ে শুনে অভিষেক আশ্বাস দিয়ে বলেন, “সরকার সব করে দেবে। নিশ্চিন্তে থাকুন | এখন ঘর বাড়ির মায়া করবেন না | আগে প্রাণে বাঁচুন।” তিনি আরও জানান, “ সকলের টাকা পেতে একটু সময় লাগবে | সরকারকে সেই সময়টা দিন | সকলেই ক্ষতিপূরণ পাবেন |”