Breaking News

বীরভূমের নানুরে তৃণমূল বিধায়কের উদ্যোগে গ্রামে ফিরলেন ঘরছাড়া বিজেপি সমর্থকরা, ফিরে এসে যোগ দিলেন তৃণমূলে!

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- বহুদিন যাবৎ এলাকা ছাড়া ছিলেন বীরভূমের বিজেপি সমর্থকরা, গ্রামে ফিরলেন তৃণমূলের উদ্যোগে | এলাকার তৃণমূল বিধায়কের উদ্যোগে বিজেপি সমর্থকদের গ্রামে ফেরানো হয়েছে | গ্রামে ফিরে আসতেই তারা যোগ দিলেন তৃণমূলে| বিজেপির অভিযোগ, দলের সদস্যদের দল বদলের জন্য বাধ্য করা হয়েছে | ঘটনাটি বীরভূমের নানুরের | তৃণমূলের স্থানীয় নেতৃত্বের উদ্যোগে পাকুরহাঁস গ্রামের ৭৫টি বিজেপি সমর্থক পরিবার গ্রামে ফিরলো | গ্রামের ফিরতেই তারা সদলবলে যোগ দেন তৃণমূলে | তৃণমূলে যোগদান করে ওই বিজেপি সমর্থকরা বলেন, “ভোটের ফলের পর থেকে ঘরছাড়া ছিলাম | এলাকার তৃণমূলের ব্লক সভাপতি ও বিধায়কের উদ্যোগেই ঘরে ফিরতে পেরেছি |” ২০২১ বিধানসভা ভোটে নানুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহাকে সাড়ে ৬ হাজারের বেশি ভোটে হারান তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি|ফলপ্রকাশের পর থেকেই রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে নানুরের বিভিন্ন এলাকা | স্থানীয় সূত্রে খবর, তখনই ঘরছাড়া হয় পাকুরহাঁস গ্রামের বিজেপি সমর্থক ওই ৭৫টি পরিবার | এই বিষয়ে গত মঙ্গলবার বীরভূমের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘর ছাড়াদের তালিকা দেন বিজেপির জেলা নেতৃত্ব | কিন্তু প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়ার আগেই তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির উদ্যোগে গ্রামে ফিরলেন ঘরছাড়া হওয়া বিজেপি সমর্থকরা| নানুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, “এরা সকলেই আতঙ্কিত হয়ে গ্রাম ছেড়েছিলেন | এদের সঙ্গে যোগাযোগ করে গ্রাম ফিরিয়ে আনা হয় | গ্রামে ফেরার পরই ওরা তৃণমূলে যোগদান করে |” এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাদের দলের সমর্থকদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে | ঘরছাড়াদের ঘরে ফেরা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *