প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃতীয়বার নজির গড়ে বাংলার মসনদে তৃণমূল | আর জয়ের কৃতিত্বের সিংহভাগই মমতার পাশাপাশি ‘ভাইপো’ অভিষেককেই দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে তৃণমূল নেতারা স্বয়ং তাই এবার ২০২৪-এর কথা মাথায় রেখেই দলে গুরুত্ব আরও বাড়তে পারে তাঁর | শনিবার তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক ডেকেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর ওই বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নেত্রী | এর আগে কোনও বিধানসভা নির্বাচনে এতটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে | ডায়মন্ড হারবারের সংসদ লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রেই সবচেয়ে বেশি প্রচার সভা করেছিলেন | দলে গুরুত্ব বলতে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি | অথচ, তৃণমূল ত্যাগ করার পরেই তার দিকেই যাবতীয় অভিযোগের আঙুল তুলে সরব হয়েছিলেন একে একে মুকুল রায়, শুভেন্দু অধিকারীরা | দিল্লি থেকে প্রচারে এসে সুর চড়িয়েছিলেন মোদি-শাহরাও | সূত্রের খবর, দল পরিচালনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়তে পারে | প্রসঙ্গত, একুশের নির্বাচনে তৃণমূলের ঐতিহাসিক জয়ের নেপথ্যে অভিষেক অন্যতম কাণ্ডারী বলে মনে করে পর্যবেক্ষক মহলের একাংশ| এমনকি বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বড় ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককে|
প্রবল জয়ের পর এই প্রথম সাংগঠনিক বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়| সাংসদ, বিধায়ক থেকে জেলা সভাধিপতিদের ডাকা হয়েছে শনিবারের বৈঠকে | দলের বেশ কয়েকটি শাখা সংগঠনের মুখ বদল করা হতে পারে | জানা যাচ্ছে, দলের সংগঠনকে মজবুত করতে ‘এক ব্যক্তি এক পদ’ ফর্মুলায় হাঁটতে পারে তৃণমূল| বেশ কয়েকজন মন্ত্রীকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে নতুন মুখ আনা হতে পারে বলে মনে করা হচ্ছে | বৈঠকে বিধানসভার উপনির্বাচনে প্রার্থীদের নামও ঘোষণা করতে পারেন মমতা | বর্তমানে যারা তৃণমূলে আসতে চাইছেন, তাদের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে | পাশাপাশি পুজোর পরেই হতে পারে পুরসভার নির্বাচন | আর তাই শনিবারের বৈঠক ডাকা হয়েছে বিভিন্ন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানদেরও | তবে করোনা অতিমারীর আবহে কলকাতা এবং লাগোয়া জেলার দলীয় সাংসদ-বিধায়করা তৃণমূল ভবনে হাজির হলেও, দূরের জেলার জনপ্রতিনিধিরা ভার্চুয়ালি বৈঠকে হাজির থাকবেন |