দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার রাজ্যে চিটফান্ড মামলার বিচারের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করছে কলকাতা হাইকোর্ট | এবার একই সঙ্গে ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থাগুলিতে টাকা রেখে প্রতারিতদের স্বার্থে জনস্বার্থ মামলারও শুনানি চলবে কলকাতা হাইকোর্টে| চিটফান্ডকাণ্ডের মামলাগুলি দীর্ঘদিন এজলাসে না ওঠায় প্রতারিতদের নালিশকে আমল দিয়ে বিভিন্ন কেসের তথ্য তলব করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি | আগামী ৭ তারিখ প্রথম মামলা শুনবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য, যে কোনো একটি চিটফান্ড সংস্থার যাবতীয় মামলা এখন থেকে তিনি শুনবেন | যদিও এতে আপত্তি জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল | তাঁর বক্তব্য ছিল, একইসঙ্গে জনস্বার্থ মামলা অন্যদিকে সেই প্রতিষ্ঠানেরই ধৃতদের জামিনের মামলা সব একসঙ্গে কী করে শোনা সম্ভব? তাতে আমল না দিয়ে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এখন থেকে প্রতিদিন কিছু কিছু করে এই মামলা তিনি শুনবেন | এক ছাতার তলায় একটি বেআইনি সংস্থার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগের নিষ্পত্তির সুযোগ থাকলে তা প্রতারিতদের জন্য ইতিবাচক বলে মনে করছেন আইনজীবীরা |এতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হবে বলেও ধারণা | বহু দিন ধরেই চিটফান্ড সংক্রান্ত বহু মামলা হাইকোর্টে জমছে|| প্রায় শতাধিক মামলা রয়েছে | শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সমস্ত মামলা নিজের এজলাসে নিয়ে নেন| প্রচুর মানুষ চিটফান্ডগুলিতে টাকা রেখে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন | তাই এই পদক্ষেপ তাদের নতুন করে আশা জাগাল বলে বলা যায় | ইতিমধ্যেই ৫৪টি চিটফান্ড কোম্পানির মামলা তালুকদার কমিটি শুনছে | সেই কমিটির তালিকা চায় ডিভিশন বেঞ্চ| আইনজীবী মহলের একাংশও যথেষ্ট খুশি এতে | আইনজীবীদের একাংশ মনে করছে, করোনা পরিস্থিতিতে মানুষের হাতে টাকা এলে ভাল হবে |