নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যপালের বিরুদ্ধে রবিবার রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে টুইট করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র | যার ২৪ ঘণ্টার মধ্যেই টুইট করে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল | এদিন টুইটে জগদীপ ধনকড় জবাব দেন যে, মহুয়া মৈত্র যে তথ্য দিয়েছেন স্বজনপোষণের তা সম্পূর্ণ ভুল | তিনি লেখেন, “মহুয়া মৈত্র টুইট করে যে ৬ জন ওএসডি-র নিয়োগ ঘিরে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন, তা তথ্যগতভাবে ভুল | তাঁরা তিনটি আলাদা রাজ্যের বাসিন্দা | ৪ ভিন্ন বর্ণের | কেউই আমার কাছের আত্মীয় নন | তাঁরা আমার রাজ্যের বাসিন্দাও নন, এমনকি আমার বর্ণেরও নন |”প্রসঙ্গত, রবিবার রাজ্যপালের ৬ জন আত্মীয়কে ওএসডি পদে নিয়োগ করেছেন এমন অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র | রাজ্যপালকে ‘আঙ্কলজি’ বলেও সম্বোধন করেন তিনি | টুইটে কৃষ্ণনগরের সাংসদ লেখেন, “অভুদয় সিংহ শেখাওয়াত রাজ্যপালের শ্যালকের ছেলে | অখিল চৌধুরীর নিকট আত্মীয় | রাজ্যপালের প্রাক্তন এডিসি গৌরাঙ্গ দিক্ষিতের স্ত্রী রুচি দুবে, প্রশান্ত দিক্ষিত গৌরাঙ্গ দিক্ষিতের ভাই | বর্তমানে যে এডিসি রয়েছেন তাঁর শ্যালক কৌস্তভ ভালিকার | কিষাণ ধনকড় রাজ্যপালের নিকট আত্মীয় |” রাজ্যপালের সোমবারের টুইটের প্রতি উত্তর দিয়েছেন মহুয়াও | তিনি লিখেছেন, ‘রাজভবনে যাঁদের ওএসডি নিয়োগ করা হয়েছে, তাঁদের অতীত পরিচয় কী সেটা এখানে জানাতে অনুরোধ করছি | একই সঙ্গে অনুরোধ করছি এটাও জানাতে, কী ভাবে ওই ৬ জনকে রাজভবনে নিয়োগ করা হল |’ রবিবার মহুয়া মৈত্র-র টুইট শোরগোল ফেলে দেয় রাজ্যে |