Breaking News

৫৪ কেজি গাঁজা উদ্ধার মুর্শিদাবাদের সুতিতে, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের আগে ফের নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার পুলিশের | মুর্শিদাবাদের সুতি থানা এলাকার মানিকপুর মোড় থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল |পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর সহায়তায় মুর্শিদাবাদ পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি থানা এলাকার মানিকপুর মোড় থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করল |

জানা গেছে, মানিকপুর মোড়ে সন্দেহভাজন একটি ধুসর রঙের গাড়ি আটক করে পুলিশ, উদ্ধার হয় গাঁজা ভর্তি একটি বস্তা | এই ঘটনায় তিন জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ | ধৃতরা হল মিঠুন মজুমদার, সুরজিত চক্রবর্তী, বিক্রম মল্লিক | তিনজনেই কলকাতার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে | পুলিশের অনুমান, ওই গাঁজা কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল| এই ঘটনায় বড়সড় চক্রান্তের হদিশ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ | বুধবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *