অভিষেক সাহা,মালদা :- বিধানসভা নির্বাচনের আগেই নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকল্পের নাম ‘পাড়ায় পাড়ায় সমাধান’। আর এদিন মমতার নতুন প্রকল্পের কাজ পরিদর্শনে আসলেন খোদ ডিভিশনাল কমিশনার। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্প ‘পাড়ায় সমাধান’ এর কাজ খতিয়ে দেখতে চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মালদা জেলা প্রশাসনের অধিকারীক দল তথা ডিভিশনাল কমিশনার সৈয়দ আহম্মেদ বাবা।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, চাঁচল ১ নং ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু এবং অন্যান্যরা। ইতিমধ্যে চাচোল ১ নং ব্লকের বিভিন্ন এলাকায় এই কাজ শুরু করা হয়েছে। এই দিন মমতার নতুন প্রকল্পের সমস্ত গুণগতমান খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন সৈয়দ আহম্মেদ বাবা। পাশাপাশি চাঁচল ১ নং ব্লকের বিডিও র একাধিক উন্নয়নমূলক কাজের ভূয়শী প্রশংসা করেন তিনি। চাঁচলের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর তিনি রওনা দেন হরিশ্চন্দ্রপুরের উদ্দেশ্যে। এমনকি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত তেঁতুলবাড়ি এলাকা সহ বেশ কিছু জায়গায় ফাঁকা রাস্তা ও নিকাশি নালার কাজও শুরু হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের এই সমস্ত এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে, নিকাশি নালার অভাব রয়েছে। এমনকি এই সমস্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ সহ স্থানীয়রাও। তাই আশা করা হচ্ছে এবার শীঘ্রই সকল সমস্যার হাল বার করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal