নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ভাটপাড়ায় রবিবার বিজেপি কর্মীকে খুনের প্রতিবাদে, মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কুলি ডিপোয় ঘোষপাড়া রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা | তাঁদের দাবি, ইতিমধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে | গ্রেফতার করতে হবে পলাতক আরেক অভিযুক্তকে | দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা | পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে| গত রবিবার দুপুরে ভাটপাড়া ১ নম্বর কুলি লাইন মুক্তারপুর শ্মশানঘাট এলাকা দিয়ে নিজের মায়ের সঙ্গে যাওয়ার পথে আচমকাই বোমার আঘাতে মৃত্যু হয় জয়প্রকাশ যাদবের | স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল আশ্রিত কিছু দুস্কৃতি ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকেন | গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জয়প্রকাশ | আর এই ঘটনায় আজ পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা | বিজেপি কর্মী হলেও জয়প্রকাশ পেশায় জুটমিল কারখানার শ্রমিক ছিলেন |এই বোমা মারার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি তুলে এদিন সকাল থেকেই দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা | পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে|যিনি পালিয়ে গিয়েছেন তাঁকেও গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা | তৃণমূলের দাবি এই অবরোধ করে এলাকা আরও অশান্ত করতে চাইছে সাংসদ অর্জুন সিং | যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত কিছুদিন ধরেই ওই অভিযুক্তরাই এলাকায় বোমাবাজি করছে, অশান্ত করছে তাই উপযুক্ত শাস্তি দিতে হবে তাদের | রবিবারের ঘটনার প্রেক্ষিতে বিজেপি সাংসদ অর্জুন সিং-জানান, ‘টুনটুন, চন্দন সিং ও লালন সিং নামে তিনজন মাথায় বোমা মেরেছে জয়প্রকাশের | খুনের জন্যই মাথায় বোমাবাজি করেছে | ঘটনাস্থলেই আমাদের কর্মীর মৃত্যু হয়। বাংলার কী হয়েছে বুঝতে পারছে সবাই | প্রকাশ্যে এভাবে গুণ্ডাগিরি চলছে | বাংলার মানুষ আর বাঁচতে পারবে না |’ পাল্টা তৃণমূলের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই | বিজেপি এতে রাজনীতির রং লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ |