নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- করোনাকালে ফের মৃতদেহ ভেসে উঠতে দেখা গেল গঙ্গায় | মঙ্গলবার বহরমপুরে গঙ্গায় ভেসে উঠল এক মহিলার মৃতদেহ | মাঝ নদীতে এইভাবে মৃতদেহ ভাসতে দেখে আতঙ্কিত এলাকাবাসী | কোথা থেকে এই মৃতদেহ এলো তা নিয়ে শঙ্কিত স্থানীয় মানুষজন | স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ বহরমপুরের ফরাসডাঙ্গার দিকে কলেজ ঘাটের কাছে আচমকাই নদীর জলে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায় | স্থানীয় মানুষজনই প্রথম দেহটি দেখতে পান | নদীতে মৃতদেহ ভেসে আসছে দেখে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন | দেহ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় থানায় | খবর দেওয়া হয় পুরসভাতেও | অরূপ মণ্ডল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “শুধু দেখছি জলে লাশ ভাসছে | এই জলই আমরা খাই | ওই মহিলা করোনা রোগী ছিলেন কি না কী করে জানব | এই জল থেকে কতটা ক্ষতি হতে পারে তাও তো কারো হেলদোল নেই|”গঙ্গায় লাশ ভেসে ওঠা এই প্রথম নয় | চলতি মাসেই মালদার মানিকচকে প্লাস্টিকে জোড়া মৃতদেহ গঙ্গায় ভেসে আসে | ওই মৃতদেহ দুটি করোনা রোগীর হতে পারে এমন আশঙ্কায় রাজ্যের জনস্বাস্থ্য দফতরের সরবরাহ করা পানীয় জল ব্যবহারও কার্যত বন্ধ করেছেন মালদহবাসী | এর আগে উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গা নদীতে করোনা আক্রান্তদের মৃতদেহ ভাসিয়ে দেওয়ার ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায় | কিন্তু, নদীতে করোনা রোগীর দেহ ভেসে আসলে তা থেকে কোনওভাবে কোভিড সংক্রমণ সম্ভব কি না তা নিয়েও উঠছে প্রশ্ন | বহু বিশষজ্ঞের দাবি, করোনায় মৃত রোগীর থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কম | কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং এইমসের সমীক্ষা অনুযায়ী, করোনা আক্রান্তের দেহ দাহ করা বা অন্যের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সংক্রমণের ভয় থাকার সম্ভাবনা আছে | তবে সেক্ষেত্রে পিপিইকিট প্রতিরোধক হতে পারে | কিন্তু, জল থেকে করোনা ছড়ানোর কোনও তথ্য এখনও পর্যন্ত হাতে আসেনি বলেই দাবি বিশেষজ্ঞদের একাংশের |