প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোট পর্ব মিটেছে এক মাস পেরিয়ে গিয়েছে | অথচ বিজেপির অভিযোগ, ভোট-পরবর্তী হিংসায় কোন বিরাম নেই | এবার এই অভিযোগকে সামনে রেখেই ২৩ জুন থেকে লাগাতার ধর্নায় নামবে বিজেপি | শুধু তাই নয়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে বঙ্গ বিজেপি | মঙ্গলবার হেস্টিংস কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | এদিন দিলীপ ঘোষ জানান, রাজ্যে ভোট পর্ব মেটার পর এক মাস সময় কেটে গেলেও সন্ত্রাসের ঘটনায় এখনও বিরাম আসেনি | তাই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যজুড়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, জানান দিলীপ | আগামী ২৩ জুন থেকে ধর্নায় নামা হবে | একই সঙ্গে রাজ্যের ১৮ সাংসদ ও ৭৫ বিধায়ক মিলেও বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে বিজেপি | অন্যদিকে, তৃণমূল যতই দাবি করুক না কেন, শাসকদল কোনও ভাবেই বিজেপি বিধায়কদের ভাঙাতে পারবে না বলে আত্মবিশ্বাসী কণ্ঠে জানান দিলীপ | অন্যদিকে, দলবিরোধী কার্যকলাপ নিয়ে এদিনের বৈঠকে বড়সড় পদক্ষেপ করা হয়েছে | বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ‘আলটপকা’ মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে নেতা, কর্মীদের | শুধু তাই নয়, এ নিয়ে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে দলের অন্দরে | যে কমিটি প্রত্যেকটা সময় নজর রাখবে দলীয় সাংসদ, বিধায়ক থেকে নেতাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলির ওপর | এই কমিটির মাথায় বসছেন সাংসদ সুভাষ সরকার | বাকি দুই সদস্য হলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও রথীন বসু | বিজেপির অন্দরে যে ক্ষোভ-বিক্ষোভ চলছে, তা প্রশমিত করতেই এই কমিটি বলে মনে করা হচ্ছে|নেতাদের শৃঙ্খলপরায়ণ হওয়ার শিক্ষাই দেবে কমিটি |