নিজস্ব সংবাদদাতা :- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির (কেপিপি) সুপ্রিমো অতুল রায়ের | তাঁর প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির একটি হাসপাতাবে ভরতি ছিলেন অতুল | গত ২২ মে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় | শেষপর্যন্ত বুধবার ওই হাসপাতালে মৃত্যু ৬২ বছরের নেতার | তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী | শিলিগুড়ি টুইটারে তিনি লেখেন, ‘অতুল রায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত | যিনি কামতাপুরি ভাষা অ্যাকাডেমির সহ-চেয়ারম্যান ছিলেন | তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি | উত্তরবঙ্গের মানুষের জন্য তাঁর একনিষ্ঠ এবং লাগাতার লড়াই সর্বদা আমাদের স্মরণে থাকবে |’পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তার মধ্য দিয়েই উঠে আসেন অতুল | একটা সময় কামতাপুর পিপলস পার্টির সঙ্গে ছিলেন |পরবর্তী সময় নানা নীতির ভিত্তিতে একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ে কামতাপুরীদের সংগঠন | কেউ কেউ কামতাপুর পিপলস পার্টির ছত্রচ্ছায়ায় থেকে গেলেও বেরিয়ে আসেন অতুল | গঠন করেন কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি | বামফ্রন্ট সরকারের তীব্র বিরোধী ছিলেন অতুল| পরবর্তীকালে শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে |