Breaking News

ফেসবুকে বিতর্কিত পোস্ট করতেই ‘মীরজাফর’ পোস্টার, রাজীবকে তিরস্কার ডোমজুড়বাসীর!

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :-বিতর্কিত’ ফেসবুক পোস্টের পরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডোমজুড়ে পড়ল পোস্টার | বুধবার সকালে হাওড়ার সলপ বাজার এলাকায় তৃণমূলের নামে ওই পোস্টার দেখা যায় | পোস্টারে লেখা, বিশ্বাসঘাতক রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন দলে ফেরানো না হয় | বেকায়দায় পড়ে যখন আবার সুর বদল করতে দেখা গেল ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তখন ফের তাকে তিরস্কার করতে দেখা গেল ডোমজুড়বাসীকে | এলাকায় রাজীবের নাম না করে একাধিক পোস্টার পড়েছে | যেখানে সাফ দাবি করা হয়েছে, ‘গদ্দার, মীরজাফরদের ডোমজুড়ে কোনও জায়গা নেই |’ পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কর্মী-সমর্থকদের আবেদন, যারা ভোটের আগে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কাউকেই যেন দলে ফেরানোর না হয় |বিধানসভা ভোটের মুখে ডোমজুড় এলাকার যে সমস্ত জায়গায় ‘দাদার অনুগামী’ পোস্টার পড়েছিল বুধবার সকালে ওই সমস্ত জায়গাতেই চোখে পড়ল একদম উল্টো দৃশ্য | পোস্টারে লেখা, ‘’বাংলায় ও ডোমজুড়ে মীরজাফর ও গদ্দারের কোনও জায়গা নেই |’

একই সঙ্গে তৃণমূল নেত্রীর কাছে কর্মীদের আবেদন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন কোনও ভাবেই দলে ফেরানো না হয় | তাঁদের অভিযোগ, মন্ত্রিত্ব পেয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন রাজীব | শেষে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি|ভোটের মুখেই শিবির বদলে বিজেপিতে যোগ দিয়েছিলেন ডোমজুড়ের তৎকালীন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় | পদ্ম প্রতীকে ভোটে লড়ে তৃণমূলের কল্যান ঘোষের কাছে লজ্জাজনক হার হয় তাঁর | এরপর গত মঙ্গলবার হেস্টিংসে ভোট-পরবর্তী বিজেপির সাংগঠনিক বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি | জানিয়েছিলেন এক আত্মীয়ের অসুস্থতার কারণে তিনি বৈঠকে যেতে পারেননি | কিন্তু সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বোমা ফাটান তিনি | যেখানে তিনি দাবি করেছেন, নির্বাচিত সরকারের সমালোচনা করে বার বার দিল্লি চলে যাওয়া, ৩৬৫ ধারার জুজু দেখানো রাজ্যের মানুষ ভাল ভাবে নেবে না | এরপর থেকেই তার তৃণমূলে ফেরার জল্পনা ক্রমশ বাড়তে থাকে | কিন্তু ডোমজুড়বাসী বুঝিয়ে দিল তাঁকে আর কোনওভাবেই দলে ফেরাতে চায় না তারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *