নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায় | শুধু মুকুল একা নন ফিরেছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায় | আজ সরাসরি প্রাক্তন সতীর্থকে আক্রমণ করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | এদিন দিলীপ ঘোষ, মুকুল প্রসঙ্গে জানিয়েছেন, ‘কিছু লোক ধান্দবাজি করতে বিজেপি-তে এসেছিল | যারা ঝামেলা করতে চায়, তারা দলে থাকতে পারবে না | থাকতে দেবও না | মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তা হলে বিজেপি ছেড়ে গেলেই বা বিজেপির কেন ক্ষতি হবে? কিছু নেতা দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন | সেটা তাঁদের ব্যাপার| ‘দিলীপ ঘোষের দাবি, ‘মুকুল রায়ের মতো লোকেরা বিজেপিতে থাকতে পারবে না | বিজেপিতে থাকতে গেলে ত্যাগ-তপস্যা করতে হয় | যারা কেবল ক্ষমতার স্বাদ নিতে চায় তাদের জায়গা বিজেপিতে নেই | ক্ষমতায় এসে যারা ধান্দা করতে চায় তারা বিজেপিতে টিকতে পারবে না | আমরা তাদের বিজেপিতে থাকতেও দেব না |’রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, ‘মুকুল রায়কে আমরা পদ দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছিলাম| জীবনে প্রথমবার ওনাকে ভোটে জিতিয়েছি | তার পর উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন |’ এমনকি মুকুল রায়কে ‘চাণক্য’ বলাকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ | তাঁর জবাব, ‘যে চাণক্য তৃণমূল ছাড়ার পর তৃণমূল ২১৩ আসন পায়, আর বিজেপি ৭৭ আসন পায়, তাহলে চাণক্যর কী উপযোগিতা সেটা বোঝাই যাচ্ছে |‘ বিজেপিতে বেসুরোদের সংখ্যা বাড়ছে। এদিন তাঁদের উদ্দেশ্যেও বার্তা দেন দিলীপ ঘোষ | তিনি জানান, ‘ঝড়ের সময় অনেকেই চলে যায় যাবে আর যারা থাকবে তাদের বুকে করে রাখবো|’