Breaking News

বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের ভোটার তালিকায় ঢুকে গিয়েছে অনুপ্রবেশকারীসহ একাধিক রোহিঙ্গা

নিজস্ব সংবাদদাতা :- নির্বাচন কমিশন সূত্রের খবর ২২ শে জানুয়ারির মধ্যেই রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। আশা করা হচ্ছে ফেব্রুয়ারির মাসের মাঝেই হতে পারে রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা। তারাগেই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন সীমান্তের ফুলবাড়িতে দিলীপ ঘোষ বলেন, “কমপক্ষে ৩-৪ লাখ অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে রাজ্যের ভোটার লিস্টে। রাজ্যের নিরাপত্তার জন্য এরা অত্যন্ত বিপজ্জনক। বাম আমলে তো বটেই এই সরকারের আমলেও বহু অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে এর মধ্যে রয়েছে রোহিঙ্গারাও”।

প্রসঙ্গত, নতুন বছর শুরু হতে না হতেই নির্বাচন নিয়ে চারিদিকে সাজো সাজো রব পড়ে গিয়েছে। দফায় দফায় চলছে মিটিং মিছিল। বাংলাকে নিজের দখলে আনতে প্রতিটি দলকেই মাত দিচ্ছে বিরোধী দলনেতারা। ভোট আসতেই বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে পড়েছে, বলাবাহুল্য যতো দিন যাবে ততোই অগ্নিগর্ভ হবে বাংলার বেশ কিছু এলাকা। একথা সেকথার পাশাপাশি এদিন রাজ্য বিজেপির সভাপতি আরো জানান, “এদের জন্যই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সোনা, গরু ও ড্রাগ পাচারের মতো কার্যকলাপও বাড়ছে”।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *