প্রসেনজিৎ ধর :- রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড | তা সত্ত্বেও হাসপাতালে মিলছে না কোনও পরিষেবা | এমনই ঘটনার শিকার ডানকুনির ৭২ বছরের বৃদ্ধা শোভনা করের পরিবার | স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গেছেন ৭২ বছরের বৃদ্ধা শোভনা কর | ডানকুনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বৃদ্ধা ও তার পরিবার | ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে ছোট পরিবার বৃদ্ধা শোভনা করের | কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার | এই মুহূর্তে বৃদ্ধার ছোট ছেলে অমিত কর কঠিন অসুখে অসুস্থ। বৃদ্ধা নিজেও অসুস্থ কিন্তু সরকারি সব পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার।ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ অমিত করকে | কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড সেখানে দেখানোর পরেও রুগীকে ভর্তি না নিয়ে উল্টে রুগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে | এখন ডানকুনির এই দুঃস্থ পরিবার ভালো একটু চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য ঘুরছেন বিভিন্ন দুয়ারে | কার্ড থাকা সত্তেও কেন এই হয়রানি তার উত্তর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ|স্থানীয় বিজেপি নেতা দেবাশিস মুখার্জীর অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড আসলে শুধুই তৃণমূলের চমক | এই কার্ড নিয়ে গিয়েও মানুষ সুযোগ কোথাও পাচ্ছে না | আর মুখ্যমন্ত্রী যে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কিন্তু তা কাজে করছেন না | সবটাই ভাওতাবাজি | কিন্তু ডানকুনির এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন বেসরকারি হাসপাতালে এই রুগী ফেরানোর ঘটনা ঘটছেই স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও |