নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের দলবদলুদের শিবির বদলের হিড়িক | ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন জেলা পরিষদের সদস্য রতন ঘোষ | তিনি ফের বিজেপি ছেড়েছেন | অন্যদিকে তৃণমূলমুখী হচ্ছেন মুকুল ঘনিষ্ঠ বাবু মাস্টারও বলে সূত্রের খবর |রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রতন বাবু জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র ইমেল করে বিজেপি রাজ্য সভাপতিকে পাঠিয়ে দিয়েছেন | রতন বাবু বিধানসভা ভোটের কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন | একুশের বিধানসভা ভোটে বিজেপির কয়েকটি বিধানসভার অবজার্ভার হিসেবে কাজ করেছিলেন| কিন্তু গেরুয়া শিবিরে আর মন টিকছিল না | তাই ‘মেন্টর’-এর পথ অনুসরণ করে দলত্যাগ করলেন |তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন জেলার তৎকালীন ক্রীড়া কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার | শুধু ক্রীড়াই নয় বাবু মাস্টারের হাতে ছিল জেলা পরিষদের শিক্ষা ও তথ্য-সংস্কৃতি বিভাগও | একের পরে এক মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে,কিন্তু দল তাঁর পাশে নেই | এমনই সব অভিযোগ করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি |দুই নেতাই মুকুল রায় ঘনিষ্ঠ | ২০১১ সালে সিপিএম থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাবু মাস্টার | যদিও পরে মুকুলের হাত ধরে বিজেপিতে যান তিনি | আর এই দলবদলের সম্ভাবনা তীব্র হতেই বিরোধিতার সুর জেলা তৃণমূলে | মুকুল ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে বাড়ির দেওয়ালে পাঁচিল ছেয়ে গেল পোস্টারে| এই পোস্টারে লেখা হয়েছে, ‘মিরজাফরের স্থান নেই তৃণমূলে |’ বাবু মাস্টার ও রতন ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে এই পোস্টারগুলিতে | পোস্টারের নীচে লেখা ‘এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ’ | এদিকে এই পোস্টার প্রসঙ্গে রতন ঘোষের দাবি, এই কাজের সঙ্গে আসলে তৃণমূল বিরোধীরা যুক্ত | অন্যদিকে বাবু মাস্টার জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে তিনি বলবেন | এখন মুকুলের হাত ধরে ফের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা এই দুই নেতার |