দেবরীনা মণ্ডল সাহা :- শুক্রবার গুরুত্বপূর্ণ এক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, অবিলম্বে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে পশ্চিমবঙ্গকে | এব্যাপারে কোনও বাহানা শুনবে না তারা |রবিবার এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘আমরা এখনও সুপ্রিম কোর্টের রায় পুরো পড়ে দেখিনি | সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী | সোমবারের বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে |’ এদিন তিনি জানান, ‘রাজ্যে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ চলছে | ইতিমধ্যে নতুন রেশন কার্ড ব্যবহারের জন্য দরকারি যন্ত্র পৌঁছে গিয়েছে রেশন ডিলারদের কাছে | তবে সেই যন্ত্রের ব্যবহার শুরু হলে যার রেশন শুধু নিজেই | অন্য কেউ রেশন তুলতে পারবে না |’ খাদ্যমন্ত্রীর এই বক্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের উপকারিতা নিজেই স্বীকার করে নিলেন রথীনবাবু? তাহলে কেন এতদিন এব্যাপারে তৎপর হননি তাঁরা? নিজের রেশন নিজে তুললে রেশন চুরি বন্ধ হবে |