প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- ডোমজুড় জুড়ে চলছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ, চলছে পথ অবরোধ, মিছিল|এমনকি পোড়ানো হয়েছে রাজীবের কুশপুতুলও | চাপা উত্তেজনা আগে থেকেই ছিল | কিন্তু এদিন তার বহিঃপ্রকাশ হয়েছে | আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন ডোমজুড়ের তৃণমূল কর্মীরা | মুকুল রায় যে দিন তৃণমূলে প্রত্যাবর্তন করেন, সেদিন মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, নির্বাচনের আগেই যাঁরা দল ছেড়েছিলেন,তাঁদের কোনওভাবেই ফেরানো হবে না | কিন্তু তারপরও জোরাল হয় রাজীবের তৃণমূল প্রত্যাবর্তনের জল্পনা | রাজীব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কুণাল ঘোষ এর সৌজন্য সাক্ষাতকারের পরেই এই জল্পনা অনেকটাই বেড়েছে | ডোমজুড় আবার ও উত্তপ্ত | সোমবার ডোমজুড়ের রাস্তায় রাস্তা অবরোধ করে রাখে তৃণমূলের কর্মী-সমর্থকরা | তাদের দাবি রাজীব বন্দোপাধ্যায় ‘মীরজাফর’, ‘গাদ্দার’| সেই কারণে তাকে কোনরকমে যাতে দলে নেওয়া না হয়|
এই দাবিতে সোমবার ডোমজুড় তৃণমূল কংগ্রেসের দাবি তারা বিভিন্ন সময়ের জন্য হাওড়া আমতা রোড বন্ধ করে রাখে| কঠিন সময়ে যাঁরা দলকে ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন, তাঁদের আর কোনওভাবেই যাতে ফেরানো না হয়,এদিন তার দাবি তুলেছেন তাঁরা|