নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ত্রিপল চুরি কাণ্ডে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | আগামী ২২ জুন মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে | ওই মামলায় ইতিমধ্যে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের জেরা করতে চেয়ে নোটিশ দিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা| যদিও সেই নোটিশ গ্রহণ করেননি শুভেন্দুর নিরাপত্তায় থাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা | শুভেন্দুর দাবি, তৃণমূলের বিরোধিতা করায় তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে | প্রসঙ্গত, কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের হয়েছে | এই মামলায় গ্রেফতারি এড়াতে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বলে আদালত সূত্রের খবর | আগামী ২২ জুন মামলাটির শুনানি হতে পারে | অভিযোগ অস্বীকার করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘এটাই তৃণমূলের সংস্কৃতি | নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর হেনস্থা করতে এসব করা হচ্ছে | পুরসভার গোডাউন থেকে ত্রিপল সরাতে হবে, এমন দুর্দিন শুভেন্দু অধিকারীর যে আসেন তা মানুষ জানে |’