নিজস্ব সংবাদদাতা :- মর্মান্তিক পরিণতি| নিজেরই বাড়ির কুয়ো থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলে| জানা গেছে, ৮০ বছরের ওই বৃদ্ধর বাড়ি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় | পরিবারের তরফে তার পুত্রবধূ জানান, তার বাচ্চারা হঠাৎ তাদের দাদুকে কুয়োর দিকে যেতে দেখলে তাকে খবর দেন | তার দাবি তিনি দৌড়ে গিয়ে ধরার আগেই তার শ্বশুরমশাই কুয়োতে পড়ে যান |তিনি আরও বলেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করে জানান | স্থানীয়রা নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় | কি কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্তে নেমে বৃদ্ধর ছেলে, বৌমাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ | এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় |