Breaking News

আরামবাগে চুরি করে ভোটে জিতেছিল তৃণমূল,আমি প্রাইভেট কোম্পানিতে ছিলাম জানি,চন্দননগরে এসে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর

প্রসেনজিৎ ধর :- দল পরিত্যাগের পর থেকেই তৃণমূলের ওপর একের পর এক ভয়ানক অভিযোগ এনেছে শুভেন্দু অধিকারী। নতুন দলে যোগ দিয়েই তিনি প্রতিদিনই নিজের পুরনো দলকে ছুড়ে দিচ্ছেন নতুন নতুন চ্যালেঞ্জ। কখনো কলকাতা, কখনো খেজুরি প্রতিবারই তিনি জানিয়েছেন তৃণমূল সরকার আর নেই দরকার। এবার সরাসরি তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন আরামবাগে নাকি চুরি করে ভোটে জিতেছিল তৃণমূল। ভোট এগিয়ে আসতেই দুই দলের মধ্যে ক্রমেই প্রকট হচ্ছে ভয়াবহ হিংসা। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়!

এদিন হুগলির চন্দননগরের তালডাংরা মোড় থেকে মানকুণ্ডু সার্কাস মাঠ পর্যন্ত রোড–শো ছিল বিজেপির। হুগলির চন্দননগরে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্তরা। গতকাল টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত তৃণমূলের মিছিলে স্লোগান ওঠে, ‘বঙ্গাল কে গদ্দারো কো, গোলি মারো.‌.‌.‌’। আর সেই স্লোগানের জবাবস্বরূপ আজ হুগলিতে বিজেপির মিছিলে আবারো বাংলার বিশ্বাসঘাতকদের গুলি করে দেওয়ার দাবি তুলে বসে খোদ গেরুয়া শিবিরই।আরামবাগে বিজেপি জিতেছে তৃণমূল না। EVM গুনতে দেয় নি।আমি সেই দলে ছিলাম তাই জানি।যদিও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার বলেন সম্পূর্ণ মিথ্যা কথা।বাংলায় দিদিকে দেখে ভোট হয়।বিহারে কি হয়েছে মানুষ দেখেছে।শুভেন্দু বাবু তো সিবিআই, ইডি-র ভয়ে বিজেপিতে গেছে।আমরা ভয় পাই না,শুধুমাত্র ভগবান কেই ভয় পাই আর কাউকে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *