দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সবসময় এত শুনানি পিছনোর আর্জি কেন? সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি পেছানোর আর্জি সিবিআই জানানোয় বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট | এর আগে বিনয় মিশ্রের মামলা থেকে শুরু করে সাম্প্রতিক বেশ কয়েকটি ক্ষেত্রে সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল | বার বার বিভিন্ন মামলার ক্ষেত্রে শুনানি পিছনো নিয়ে সিবিআইয়ের এই আর্জিতে কার্যত অসন্তুষ্ট আদালত | প্রসঙ্গত, সারদা চিটফান্ড মামলায় ২০১৩ সালে গ্রেফতার করা হয়েছিল দেবযানী মুখোপাধ্যায়কে| কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি ট্রায়ালই | অথচ তাঁর সঙ্গে এবং পরবর্তীতে গ্রেফতার হওয়া গুরুত্বপূর্ণ অভিযুক্তরা বহু আগেই জামিন পেয়ে গিয়েছেন | এদিন তাঁর আইনজীবী আদালতকে জানান, দেবযানী ওই সংস্থার একজন জুনিয়র এক্সিকিউটিভ ছিলেন | পরে তাঁকে ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল| ওই মামলায় এখন অভিযুক্তরা প্রায় প্রত্যেকেই জামিনে মুক্ত | এই পরিস্থিতিতে দেবযানীর জামিনের মামলাটি খতিয়ে দেখার আবেদন করা হয় | এদিন সিবিআইয়ের আইনজীবী মামলার শুনানি পিছনোর আর্জি জানান | যা শুনে রীতিমত ধমক দেয় বিচারপতিদের বেঞ্চ | প্রাথমিক শুনানির মধ্যেই সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন কেন করে? তাহলে কি এত দিনেও সিবিআইয়ের কাছে উপযুক্ত প্রমাণ আসেনি | পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, বুধবারই হবে মামলার পরবর্তী শুনানি। এই মামলা বারবার স্থগিত করা যাবে না |