দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পর তাঁর বাড়িতে এলেন মুকুল রায় | বাড়ির সামনে রাখা তাঁর মায়ের ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি | পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে মুকুল রায় বলেন, “পার্থ আমার ছোটবেলার বন্ধু| ওর সঙ্গে কথা বলে এলাম |” মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ তৃণমূল মহাসচিবের নাকতলার বাড়িতে যান সপুত্র মুকুল রায় | পার্থ-র মায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তাঁরা | তারপরেই দলীয় সতীর্থের সঙ্গে দেখা করেন | কারণ দীর্ঘদিনের সহকর্মীর মাতৃবিয়োগ | তাই তিনি পৌঁছে গেলেন নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানীদেবী প্রয়াত হয়েছেন |
এদিন একান্তে দু’জন কথাবার্তা বলেন বলে সূত্রের খবর | দু’পক্ষের ঘনিষ্ঠরাই, এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেছেন| প্রসঙ্গত, সাড়ে তিন বছর পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে বঙ্গ রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় শুরু করার পর মঙ্গলবার দুপুরে পার্থবাবুর বাড়ি গেলেন মুকুল রায় |রবিবার পার্থর মায়ের প্রয়াণের পরেই তাঁর বাড়িতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, প্রাক্তন সেচমন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় | সোমবার দুপুরে পার্থর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড় | রাতে যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় |