নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত তুঙ্গে | দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | চিঠিতে তিনি রাজ্য সরকারকে নিশানা করে লিখেছেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে চুপ কেন রাজ্য| স্বাধীন ভারতে ঘটা সবচেয়ে খারাপ ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছেন রাজ্যপাল। হিংসা ও সন্ত্রাসের আবহেও কেন মুখ্যমন্ত্রী নীরব? কেন তাঁর মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে কোনও আলোচনা হল না? নারদকাণ্ডে অভিযুক্তদের পাশে দাঁড়াতে কেনই বা নিজাম প্যালেসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী,এমন একাধিক প্রশ্ন তুলে পত্রবোমা দিয়েছেন ধনখড় | একগুচ্ছ অভিযোগ তুলে দু’পাতার এই চিঠিতে তিনি লিখেছেন, “আমি লক্ষ্য করেছি আপনি ভোট-পরবর্তী হিংসা নিয়ে ক্রমাগত নীরব রয়েছেন | হিংসা জনিত ঘটনায় রক্তপাত ঘটেছে, মানুষের অধিকার খর্ব হয়েছে, মহিলাদের সম্মানহানী হয়েছে, বহু সম্পত্তি নষ্ট হয়েছে | মূলত বিরোধী পক্ষের সঙ্গেই এটা হয়েছে | যা স্বাধীনতার পর থেকে ভারতের গণতন্ত্রে ঘটা এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ ঘটনা |’ রাজ্যপাল চিঠিতে আরও উল্লেখ করেছেন, “আমি বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আপনি নীরব থেকেছেন | এমনকী, মন্ত্রিসভার বৈঠকেও আপনি এই বিষয়ে কোনও আলোচনাই করেননি | পুলিশ, প্রশাসন এরকম একটি পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন করবে এটাই কাম্য | কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি | উপরন্তু, পীড়িত মানুষরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না | তাঁদের আঘাত করা হচ্ছে, যেহেতু তারা বিরোধী দলের পক্ষে ভোট দিয়েছেন |”চিঠির শেষে রাজ্যপাল রাজ্যের পরিস্থিতিকে ‘মৃত গণতন্ত্রের’ সঙ্গে তুলনা করেছেন | একইসঙ্গে নারদকাণ্ডে দুই মন্ত্রী-সহ চারজনের গ্রেফতারির পর নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়েও ক্ষুব্ধ রাজ্যপাল |তিনি লিখেছেন, “বিভিন্ন সংবাদমাধ্যম বলছে ওইদিন আপনি চারজনের মুক্তির দাবি জানিয়েছিলেন| ওই দিন যা যা ঘটেছে তা গণতন্ত্রে নজিরবিহীন ঘটনা |”তবে ধনকড়ের এই চিঠি নিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল নেতৃত্বও |