Breaking News

বিধানসভায় শুভেন্দুর ডেপুটি হতে পারেন তৃণমূলত্যাগী নেতা! আদি-বিজেপি’র বঞ্চনা ঘিরে জল্পনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপিতে ক্রমশ গুরুত্ব বাড়ছে তৃণমূল ত্যাগীদের | বিধানসভায় উপ বিরোধী দলনেতা হিসেবে বিজেপি বেছে নিতে পারে কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে| ভোটের ফলাফল প্রকাশের পরই বহু নেতা বিজেপি ছেড়ে পুরোনো দল, তৃণমূলে ফিরতে চাইছেন | তবে এই আবহেও বিজেপিতে দাম বাড়েনি ‘আদি’ সদস্যদের | কিছুটা হলেও পিছনের সারিতে চলে যেতে হচ্ছে আদি বিজেপি নেতাদের | সূত্রের খবর, এবার শুভেন্দুর ডেপুটিও হতে পারেন তৃণমূল থেকে আগত আরেক নেতা | উপবিরোধী দলনেতা হিসেবে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে বেছে নেওয়া হতে পারে | প্রসঙ্গত, মুকুল রায় দল ছাড়ার পর নাকি ফোন করেছিলেন বহু বিজেপি নেতাদের | মিহিরকেও নাকি ফোন করেছিলেন বাংলার রাজনীতির চাণক্য | সেই মিহিরকেই বেছে নেওয়া হতে পারে শুভেন্দুর অধিকারীর ডেপুটি হিসেবে | যদিও মিহির গোস্বামীর নামে এখনও সিলমোহর পড়েনি | মিহিরের পাশাপাশি মনোজ টিগ্গার নাম নিয়ে জল্পনা রয়েছে | তবে এবারে মিহিরের পাল্লা ভারী বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের | মিহির গোস্বামী প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ | দীর্ঘদিন ধরে পরিষদীয় রাজনীতি দেখে আসা মিহিরের অভিজ্ঞতাকে তাই কাজে লাগাতে চাইছে বিজেপি | এদিকে শুভেন্দুর প্রভাব যত বাড়ছে, ততই আদি-বিজেপি নেতারা আরও পিছনের সারিতে চলে যাচ্ছেন | যা নিয়ে অসন্তোষ বাড়ছে বিজেপির অন্দরেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *