Breaking News

রাজ্যের আবহাওয়া পরিস্থিতি খারাপ, আপাতত স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর!

দেবরীনা মণ্ডল সাহা:- একটানা বৃষ্টিতে রাজ্যজুড়ে জলমগ্ন বহু এলাকা | চিন্তা বাড়াচ্ছে নদীর জলস্তর বৃদ্ধিও | শনিবার পর্যন্ত এমন আবহাওয়া জারি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর | আর তাই খারাপ আবহাওয়ার কারণে তাই উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ২০২১ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এটাই ছিল মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর | অতিবৃষ্টির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফর বাতিল করেন | শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের তরফে এই কথা জানান গৌতম দেব কিছুদিন আগে ঘূর্ণিঝড় ইয়াস-এর ফলে উপকূলবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল | তারই মধ্যে ফের ভরা কোটালের সম্ভাবনা ও গত দু’দিন টানা বৃষ্টির ফলে অবস্থার অবনতি হয়েছে | সেই সমস্ত বিষয় সরেজমিনে দেখতেই আপাতত উত্তরবঙ্গ সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী | এছাড়াও এবারের উত্তরবঙ্গ সফরে পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে শিলিগুড়িতে বৈঠকেরও কথা ছিল মুখ্যমন্ত্রীর | সেক্ষেত্রে আধিকারিকদের নিজস্ব জায়গা ছেড়ে শিলিগুড়িতে আসতে হত | তার ফলে ত্রাণ এবং প্রবল বৃষ্টিতে বিপর্যস্তদের উদ্ধারকাজ থমকে যেতে পারে, তাই উত্তরবঙ্গ সফর স্থগিতের সিদ্ধান্ত বলেই জানিয়েছেন গৌতম দেব | প্রসঙ্গত,একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে কার্যত পরাজিতই দল | বেশ কিছু আসন খোয়াতে হয়েছে | নির্বাচনের ফল ঘোষণার এতদিন পর মূলত হারের পর্যালোচনা ও সাংগঠনিক স্তরের কী কী ফাঁকফোকড় রয়েছে তা নিয়ে পর্যালোচনা করতেই এই সফর ছিল তাঁর | সেই সঙ্গে নেত্রী হিসাবে দলীয় কর্মীদের নতুনভাবে আত্মবিশ্বাসী করে তুলতে বেশ কিছু কর্মসূচি ছিল এই সফরে | কীভাবে পুনরায় উত্তরবঙ্গে নিজেদের জমি ঠিক সম্ভব, তা নিয়ে সাংগঠনিক স্তরে আলোচনা করার কথা ছিল তাঁর | গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু | তার জেরে রাজ্যজুড়ে বৃষ্টি চলছে | এখনও রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর |শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে | শনিবারও মুর্শিদাবাদ ও বীরভূমে প্রবল বৃষ্টির সম্ভাবনা | বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও|দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও প্রবল বৃষ্টি হতে পারে| মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে | রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *