নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতা হাইকোর্টে পিছোল নন্দীগ্রাম মামলার শুনানি | আগামী বৃহস্পতিবার হবে মামলার শুনানি | আজ শুনানি পিছনোর নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ | নন্দীগ্রাম গণনা মামলায় বিচারপতির এজলাস নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান | নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে | এবার সেই বিচারপতির এজলাস নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ|”নন্দীগ্রাম মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে রয়েছে | মহামান্য আদালত ও বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে |”
অন্যদিকে ২টি ছবি টুইট করে ডেরেক ও’ব্রায়েন লিখলেন, “দিলীপ ঘোষের সভায় ইনি কে?ইনিই কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?”
এই বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “সমস্যা হচ্ছে তৃণমূলের নেতাদের আইনি শিক্ষার অভাব আছে| কৌশিক চন্দ বিচারপতি হওয়ার আগে তো আইনজীবী ছিল | সেই সময় কোনও বিজেপি অনুষ্ঠানে গিয়ে থাকলে তা আলাদা বিষয় | বিচারপতি হওয়ার পর কোনও অনুষ্ঠানে দেখা যায়নি| টুইট করার আগে একটু পড়াশোনা করে নেওয়া প্রয়োজন |”অন্যদিকে হাইকোর্টের আইনজীবীদের একাংশের দাবি, বিচারপতি চন্দ বিজেপি-র ‘সক্রিয় সদস্য’ ছিলেন | তাই তাঁর এজলাসে মামলা ওঠা নিয়ে শুক্রবার হাইকোর্ট চত্বরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ | পোস্টারে লেখা ছিল, ‘বিচারব্যবস্থার সঙ্গে রাজনীতি করবেন না’ | ঘটনাচক্রে, শুক্রবার ওই মামলার শুনানি হয়নি | বিচারপতি চন্দ জানিয়েছেন, মামলাকারীকে (এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা) আদালতে উপস্থিত থাকতে হবে | বিচারপতি নির্দেশ দেন, ওই মামলাটির শুনানি হবে এক সপ্তাহ পর, আগামী বৃহস্পতিবার |