Breaking News

করোনার জেরে বন্ধ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি ঘোষণা!মার্কশিটে সন্তুষ্ট না হলে পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা পরিস্থিতিতে স্থগিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক | বিকল্প পদ্ধতিতে কীভাবে মূল্যায়ন হবে, যৌথ সাংবাদিক বৈঠক করে ফর্মুলা জানালেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি | শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ৫০-৫০ অনুপাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে। অর্থাৎ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবম শ্রেণির মার্কশিট এবং দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল, এই দুই পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হবে | নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে বলে জানাল পর্ষদ | কোনও পরীক্ষার্থী যদি এই মূল্যায়নে অসন্তুষ্ট হন, তা হলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে | করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষায় বসতে পারবেন তাঁরা বলে জানাল পর্ষদ | উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ মহুয়া দাস জানান, উচ্চমাধ্যমিকের বিকল্প হিসাবে ২০১৯ সালের মাধ্যমিকের চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ভিত্তি করে ৪০ শতাংশ নম্বরের ওয়েটেজ, ২০২০ সালের একাদশ বার্ষিক পরীক্ষার ভিত্তিতে ৬০ শতাংশ ওয়েটেজ এবং দ্বাদশের প্র্যাকটিকাল প্রজেক্টের ভিত্তিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলপ্রকাশ করা হবে |প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়টি স্থির করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল রাজ্য সরকার | পরীক্ষা নিয়ে আমজনতার মতও চাওয়া হয় |কমিটির রিপোর্ট এবং অভিভাবকদের মতামতের ভিত্তিতে এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। তার পর মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হবে ঘোষণা হয় | সেই অনুযায়ী এদিন সিদ্ধান্ত জানাল পর্ষদ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *