Breaking News

জল যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী! জলে নেমে এলাকাবাসীর অভাব,অভিযোগ শুনলেন সোনারপুর দক্ষিণের তারকা বিধায়ক লাভলি মৈত্র

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- এক টানা বৃষ্টিতে গোটা রাজ্য জলমগ্ন | জল যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী | একই ছবি ধরা পড়েছে, বৃষ্টিতে জলমগ্ন সোনারপুরের বিভিন্ন এলাকায়| এই পরিস্থিতিতে এলাকাবাসীর সমস্যা লাঘব করতে জলে নেমে প্রত্যেকের অভাব অভিযোগ শুনলেন সোনারপুর দক্ষিণের তারকা বিধায়ক লাভলি মৈত্র| এমনকী জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন |শুক্রবার সকালে দলের কয়েকজন কর্মীর সঙ্গে রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ এবং ১৭ নম্বর ওয়ার্ডে যান বিধায়ক লাভলি মৈত্র | জলে পা দিয়েই এলাকা পরিদর্শন করেন তিনি | এই এলাকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি | কীভাবে সমস্যা সমাধান করা যায় তা নিয়ে আলোচনাও করেছেন | দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাসও দিয়েছেন তিনি | এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান | অনেক জায়গাতেই ড্রেনেজ সিস্টেম নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ | এই সংকটকালে বিধায়ককে পাশে পেয়ে আপ্লুত সোনারপুরবাসী | এলাকাবাসীর অভিযোগ শুনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন লাভলি। আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *