নিজস্ব সংবাদদাতা, বীরভূম :-একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল,যা তখন অক্সিজেন জুগিয়েছিল গেরুয়া শিবিরকে | তবে নির্বাচনের ফলপ্রকাশের পরই এবার বিজেপি ছেড়ে এবার ঘাসফুল শিবিরে ফেরার হিড়িক লেগেছে | শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় কমপক্ষে ৩০০ জন বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে | গঙ্গাজল ছিটিয়ে তাঁদের দলে ফেরালেন বনগ্রাম পঞ্চায়েত প্রধান | সকলকেই রীতিমতো গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করানো হয় | কেন্দ্রীয় শাসকদলে যোগ দিয়েও এলাকার উন্নয়ন করতে পারেননি বলে তাঁরা লজ্জিত | বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম অঞ্চলের ঘটনা | শুক্রবার সকাল ৮টা থেকে তৃণমূল কার্যালয়ের সামনে অনশনে বসেন অঞ্চলের প্রায় ৩০০ বিজেপি কর্মী | দাবি, বিজেপিতে থেকেও কোনও উন্নয়ন করতে পারেননি এলাকার | তাই তৃণমূলের হাত ধরে এলাকায় উন্নয়নের জোয়ার আনতে চান তাঁরা|’ভুল করেছি’লেখা প্ল্যাকার্ডও ছিল তাঁদের হাতে |প্রায় ৪ ঘণ্টা অনশনের পর দুপুর ১২টা নাগাদ দলীয় কার্যালয়ে আসেন এলাকার তৃণমূল নেতারা |
অনশনকারী বিজেপি কর্মীদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে তাঁদের ‘শুদ্ধিকরণ’ করানো হয় |তারপর তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে যোগদান করানো হয় | এদের মধ্যে বিজেপি কর্মী অশোক মণ্ডল বলেন, ‘আমরা এতদিন বিজেপি করলেও বনগ্রাম অঞ্চলের কোনও উন্নয়ন করতে পারিনি | উল্টে বিভিন্ন বিক্ষোভের জেরে আমাদের জন্যই এলাকার উন্নয়নে বাধা পেয়েছে| তাই আমরা দুঃখিত এবং লজ্জিত|’তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি অভিজিৎ সিংহ জানান, জেলার বিজেপি কর্মীদের তৃণমূলে নেওয়া হলেও রীতিমতো বাছবিচার মেনে তবেই দলে নেওয়া হয়েছে | তিনি বলেন, “বিজেপি কর্মীদের দেখে শুনে তবেই দলে যোগদান করানো হয়েছে |” ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলেই দাবি বিজেপির | যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস | বিজেপিতে কাজের পরিবেশ নেই বলেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত বলেই পাল্টা দাবি ঘাসফুল শিবিরের |