বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :-বকখালির কাছে জম্মুদ্বীপে সমুদ্রে ডুবে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার | জানা গিয়েছে ট্রলারে ১৪ জন মৎস্যজীবী ছিলেন | সেই ১৪ জনের মধ্যে অনেকেরই নিখোঁজ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে | কয়েকজনকে উদ্ধার করা হলেও ঘটনায় এখনও নিখোঁজ থাকতে পারেন বেশ কয়েকজন | বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি বায়ু | আর এই কারণেই বঙ্গে চলছে বৃষ্টি|উত্তাল রয়েছে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারবার বারণ করেছে সরকার ও হাওয়া অফিস | কিন্তু জীবিকার স্বার্থে সেই সমুদ্রে গিয়েই ফের বিপত্তি | জানা গিয়েছে, ‘তারা মা’ নামে ওই ট্রলারটি পরশুদিন নির্দেশ অমান্য করেই মাঝসমুদ্রে মাছ ধরতে যায়|কিন্তু দ্রুত আবহাওয়া খারাপ হওয়ায় ফিরে আসছিল, আর সেখানেই ঘটে বিপত্তি | ট্রলারটি পুরোপুরি ডুবে যাওয়ার আগে হাজির হয়েছে আরও একটি উদ্ধারকারী ট্রলার | কিছু মৎস্যজীবীকে উদ্ধার করা হলেও বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না | উদ্ধার হওয়া মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া খারাপ হওয়ায় দ্রুত ট্রলার ঘোরাতে গিয়ে জলের ধাক্কায় উল্টে যায় সেটি | এখনও অনেকেই জলের তলায় রয়েছেন বলে জানা গিয়েছে | ডুবুরি নামানো হচ্ছে উদ্ধারকাজের জন্য | কিন্তু হাওয়া অফিস ও প্রশাসন সূত্রে বারবার বারণ করা সত্বেও কেন মাঝ সমুদ্রে মাছ ধরতে গেল ওই ট্রলারটি? উঠছে প্রশ্ন | আজ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি দেখে সমুদ্রে মাছ ধরতে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে | আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার পর এই নিষেধাজ্ঞা তোলা হবে বলে জানা গিয়েছে |