নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- রবিবার বীরভূমের খয়রাশোল ব্লকের রুপুসপুর পঞ্চায়েতের চুয়াপাড়া গ্রামে গিয়েছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা | সেখানে গিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন অনেকেই ডায়েরিয়াতে ভুগছেন | এরপরই স্থানীয় বাসিন্দা ৫৫ বছর বয়সী সন্ধ্যা বাউরিকে নিজের গাড়িতে চাপিয়ে তিনি নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন | সেখানেই তিনি নিজের উদ্যোগে ওই অসুস্থ মহিলাকে ভর্তি করান | বিধায়কের দাবি, চিকিৎসকদের দোষ দিয়ে লাভ নেই | স্বাস্থ্য পরিকাঠামোগত অভাবের জন্য রোগীদের সমস্যা হচ্ছে | অনেকেই হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারছেন না | পাশাপাশি গ্রামে যাতে মেডিক্যাল ক্যাম্প করা যায় সেব্যাপারেও তিনি চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন | বিজেপি বিধায়ক বলেন, “গ্রামে ডায়েরিয়া দেখা যাচ্ছে | একজন মারাও গিয়েছেন কয়েকদিন আগে | মেডিক্যাল ক্যাম্প করার ব্যাপারে স্বাস্থ্য দফতরে অনুরোধ করছি | চিকিৎসকদের সঙ্গেও কথা হয়েছে | তবে হাসপাতালে সব ব্যবস্থা নেই | স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতি | মানুষেরও সচেতনতা নেই | অ্যাম্বুল্যান্সে বা গাড়ি করেও মানুষ পৌঁছাতে পারছেন না |একজনকে হাসপাতালে ভর্তি করিয়েছি। তবে চিকিৎসকদের দোষ দিয়ে লাভ নেই। স্বাস্থ্য পরিকাঠামোগত অভাবটাও দেখতে হবে |” এদিকে এবারের ভোটে বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে কেবলমাত্র ১টা আসনেই বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন| সেখানকার বিজেপি বিধায়কের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই |