নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশগুলি দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছিল রাজ্য সরকার | তবে সেই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট | ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গত শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত | এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানায় রাজ্য সরকার | সেই আবেদন খারিজ করে এদিন আদালত বলে, নিজেদের তদন্তের রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে জমা দিতে পারে | আমরা আমাদের দেওয়া রায় পুনর্বিবেচনা করতে বসিনি এখানে | আপনাদের আবেদন খারিজ করা হল | এর জেরে এই মামলায় আরও অস্বস্তিতে রাজ্য | সোমবার দিনের শুরুতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে | আবেদন শোনার পর তাঁরা তা খারিজ করে দেন | ১৮ জুনের নির্দেশ বহাল রাখেন,যুক্তি হিসেবে জানানো হয়, রাজ্যকে আগে সুযোগ দেওয়া সত্ত্বেও কাজ হয়নি| তাই সেই ভার জাতীয় মানবাধিকার কমিশনের হাতে দেওয়া হয়েছে | তাঁরাই ৩০ জুনের মধ্যে রিপোর্ট দেবে| এদিকে আগের রায়কে পুনর্বিবেচনা করার আবেদন জানানোয় নতুন করে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল | আদালতের বক্তব্য, ‘জাতীয় কমিশনে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে | তবে রাজ্য কমিশনের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি | এমন পরিস্থিতি কেন তৈরি হবে | এটা খুব উদ্বেগজনক |’ এদিন আদালতে রাজ্য সরকারের তরফে ভোট পরবর্তী হিংসা নিয়ে নেওয়া পদক্ষেপের তালিকা দেওয়া হয় | তখন বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, ‘এসব কিছুই দেখতে চাই না| যেভাবে তদন্ত হয়েছে সেটা সঠিক নয় | আপনারা অভিযোগকারীদের বক্তব্যই শুনছেন না | রাজ্যের আশ্বাসে আদালত ভরসা রাখতে পারছে না | আগের নির্দেশই বহাল থাকবে |’ এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনকে | রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ | নির্দেশে জানানো হয়েছিল, রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে মানবাধিকার কমিশন রিপোর্ট দেবে আদালতকে |