নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ভোট পরবর্তী হিংসার জেরে ফের উত্তপ্ত ভাটপাড়া | দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় চলে বোমবাজি | বোমার আঘাতে জখম হয়েছেন বেশ কয়েকজন | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হন এক পুলিশকর্মীও | আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে| এলাকায় মোতায়েন করে হয় ব়্যাফ | ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার ভাটপাড়ার ২৯ নম্বর রেলগেট সন্নিহিত এলাকায় | রবিবার রাতে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা | স্থানীয়দের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎই সংঘর্ষ বেঁধে যায় | এরপরই এলাকায় মুহূর্মুহূ বোমা পড়তে থাকে| বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী | পুলিশের সামনেও লাগাতার বোমা বর্ষণ হতে থাকে বলে অভিযোগ | বোমার ঘায়ে জখম হন ঘটনাস্থলে থাকা অনেকেই বলে অভিযোগ |জখমদের মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন | সুব্রত গোস্বামী নামে ওই পুলিশকর্মী জখম অবস্থায় হাসপাতালে ভর্তি |
ঘটনার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ |ঘটনায় স্থানীয় তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনে ভাল ফল না হওয়ায় বিজেপি বাংলায় অশান্তি ছড়াতে চাইছে। তাই ইচ্ছাকৃতভাবে এমনভাবে ভাটপাড়ায় অশান্তি তৈরি করছে তারা। আর এই অশান্তির নেপথ্যে রয়েছেন বিজেপির সাংসদ অর্জুন সিংহই | এমনই দাবি তৃণমূল কংগ্রেসের | বিজেপির স্থানীয় নেতৃত্ব সেই দাবি বারবার অস্বীকার করেছে | তাদের দাবি, শাসকদল তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে | অবনতি হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও|