প্রসেনজিৎ ধর, কলকাতা :- একুশের নির্বাচনে নিজেদের হারের পর প্রথম রাজ্য কমিটির বৈঠকে বসছে গেরুয়া শিবির |২৯ তারিখ ভার্চুয়াল বৈঠক হবে রাজ্য বিজেপির | এই ভার্চুয়াল বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়র না থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে | এই বৈঠকে থাকবেন শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা | বৈঠকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির নাম ঠিক হবে | কিন্তু কৈলাস কেন থাকছেন না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনীতির অন্দরে | দুশো আসনের নক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ে নেমে জুটেছে মাত্র ৭৭| নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ তুলছেন রাজ্যের কর্মীরা | নির্বাচনের পর বহু নেতা-কর্মী দল ছাড়ছেন | এই অবস্থায় আগামী ২৯ জুন বৈঠকে বসছে বিজেপি রাজ্য কমিটি | ইতিমধ্যেই ‘টিএমসি সেটিং মাস্টার’ পোস্টার কৈলাসের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন জায়গায় পড়েছে | বিজেপির কার্যালয়ের বাইরে পড়েছিল একাধিক পোস্টার | তাতে লেখা ছিল, ‘গো ব্যাক’| ফলে কৈলাস বিজয়বর্গীয় এলে বিদ্রোহের মুখে পড়বেন আঁচ করতে পেরেই আসছেন না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা | দলীয় সূত্রে খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি.নাড্ডা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন | রাজ্য কমিটির নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জেপি নড্ডা৷ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভাষণ দেবেন৷ বিরোধী দলনেতা হিসেবে ভাষণ দেবেন শুভেন্দু অধিকারীও | প্রসঙ্গত, কিছুদিন আগে একটি বিজেপি কর্মীর টুইটকে হাতিয়ার করে কৈলাসের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা তথাগত রায় | মুকুলের দলছাড়া নিয়ে ঘুরিয়ে বিঁধেছিলেন কৈলাস বিজয়বর্গীয়কে | সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক বিজেপি কর্মীর টুইট | সেখানে ওই কর্মী কৈলাস বিজয়বর্গীয়কেও তৃণমূলে নিয়ে যাওয়ার কথা বলেন | মুকুলের তৃণমূলের প্রত্যাবর্তনের পরই কৈলাস বিজয়বর্গীয়ের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনেক বিজেপি নেতাই | দিন কয়েক হলো কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে | বহু বৈঠকে তাঁকে দেখা যাচ্ছে না | তাই মুকুলের পর এবার কৈলাস বিজয়বর্গীয় হয়ে উঠেছেন বিজেপির জন্য সবথেকে বড় কাঁটা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ |