Breaking News

সম্পর্কে ফাটল, হাওড়ায় ব্যবসায়ী প্রেমিককে ব্লেড দিয়ে আঘাত প্রেমিকা ও তার দাদার ,গ্রেফতার প্রেমিকার দাদা,সিসিটিভিতে সেই দৃশ্য!

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- প্রেমিক পাত্তা না দেওয়ায় তাকে প্রকাশ্য রাস্তায় ব্লেড মারলেন প্রেমিকা ও তাঁর দাদা | মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া এলাকায় | পুলিশ এই ঘটনায় প্রেমিকার দাদাকে গ্রেফতার করেছে| ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা থেকে গোটা ঘটনাটির ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে | এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় | পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার পেয়াদাপাড়ার বাসিন্দা বছর একুশের শেখ আফসার আলি পেশায় পোশাক ব্যবসায়ী | তাঁর সঙ্গে নিকটবর্তী এলাকা মন্ডলপাড়ার বাসিন্দা নাজ খাতুনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে | বিগত বছর খানেক ধরেই তাঁরা একে অপরের পরিচিত | প্রথমে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের | মঙ্গলবার রাতে আফসার স্থানীয় ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন | সেই সময় নাজ তাঁকে ফোন করে বটতলা এলাকায় ডাকেন | সেখানে গিয়ে দুজন কিছুক্ষণ কথা বলার পরই তাঁদের মধ্যে বচসা শুরু হয় | বচসার পর নাজ তাঁর দাদাকে ফোন করে ডাকেন | হঠাৎই নাজ এবং তার দাদা আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করেন | গোটা ঘটনাটাই রাস্তার ধারের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে | আফসারের বুক এবং ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে| স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান | তাঁর বুকে পাঁচটি এবং হাতে দশটি সেলাই হয়েছে |

এই ঘটনায় আক্রান্ত যুবক বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন | অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রেমিকার দাদাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে | প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইদানিং আফসার ও নাজ এর সম্পর্কে চিড় ধরেছিল | আফসার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন | তাতেই ক্ষু্ব্ধ প্রেমিকা প্রতিশোধ নেওয়ার জন্যে তাঁর প্রেমিককে ব্লেড দিয়ে আক্রমণ করেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *