নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কৈলাস বিজয়বর্গীয় কিংবা অরবিন্দ মেননরা কোথায়? বাংলায় নির্বাচন উত্তর হিংসার অভিযোগ তুলে দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন তথাগত রায় | বুধবার শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যবার্ষিকীতে এবার দলের নেতাদের ফের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি | শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর তথাগত রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজ্যে যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার, ধর্ষণ, বাড়ি লুঠ, বাড়িঘর ভাঙচুর হচ্ছে তাতে রাজ্যে কোনও প্রশাসন আছে বলে আমি মনে করি না| এখন অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয় কোথায়? সেটা তাঁদের জিজ্ঞেস করুন | তাদের এখন রাজ্যে মানুষের পাশে থাকার দরকার ছিল | কিন্তু তাঁরা কোথায়?’ বিজেপির জেলার নেতাদের অনেকেই অভিযোগ করেছেন, রাজ্য নেতাদের উদ্ভূত পরিস্থিতিতে দেখা যাচ্ছে না | এবার তা স্বয়ং বর্ষীয়ান নেতার মুখে শোনা যেতেই বিজেপির রাজ্য নেতারা অস্বস্তিতে পড়েছেন | প্রসঙ্গত, ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো নিয়ে আগেও দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় | দলের শীর্ষ নেতাদের কাছ থেকে সাহায্য না পেয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন তিনি |নির্বাচনের পর একের পর এক মন্তব্য করে একুশের নির্বাচনের পর রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন তথাগত রায় | এবার সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি | অন্যদিকে একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই রাজ্যে আসেননি কৈলাস বিজয়বর্গীয় | শিবপ্রকাশের বৈঠকেও তাঁকে দেখা যায়নি | আগামী ২৯ জুনের রাজ্য কমিটির বৈঠকেও তাঁর অনুপস্থিতির সম্ভাবনার খবরে জোর চর্চা শুরু হয়েছে |