Breaking News

শর্তসাপেক্ষে দেশে ফিরতে চান কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র,মামলায় ৫দিন সময় চাইল সিবিআই, পিছিয়ে গেল শুনানি!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দেশের ফেরার জন্য আইনজীবী মারফত্‍ শর্ত দিয়েছেন সিবিআই ও ইডি-কে | হাইকোর্টে পিছিয়ে গেল বিনয় মিশ্র মামলার শুনানি |আদালতের কাছে ৫ দিন সময় চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | পরবর্তী শুনানি মঙ্গলবার | প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রয়েছেন বিনয় মিশ্র,এমনটাই সূত্রের খবর | কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত তিনি | তবে সিবিআই এখনও তার নাগাল পায়নি | তবে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে দেশে ফিরতে চান তিনি | কিন্তু একাধিক ক্ষেত্রে তিনি আইনজীবী মারফৎ সিবিআই ও ইডির কাছে শর্ত আরোপ করেছেন | তাঁর মূল শর্ত, আদালতের কাছে সিবিআই ও ইডিকে প্রতিশ্রুতি দিতে হবে যে দেশে ফিরে আসার পরেও তাঁকে গ্রেফতার করা যাবে না|| পাশাপাশি ভিসা সংক্রান্ত সমস্ত সহযোগিতা করলে তিনি দেশে ফিরে আসতে পারেন, এমনটাই শর্ত আরোপ করা হয়েছে | এ ব্যাপারে হাইকোর্টের কাছে জানিয়েছেন বিনয়ের আইনজীবী মনু সিঙ্ঘভি| এই শর্ত মেনে চলা হলে তিনি দেশে ফিরতে পারেন | তবে বিনয় মিশ্রের শর্তের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী ওয়াই.জে.দস্তুর আদালতে জানিয়েছেন, বিনয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না এই মর্মে আশ্বাস দিতে তারা রাজি | ইডির অধিকর্তার সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে | তবে সামগ্রিক পরিস্থিতিতে সময় চেয়েছে সিবিআই | এদিন শুনানি হওয়ার কথা ছিল | কিন্তু সেই শুনানি আপাতত পিছিয়ে গিয়েছে | সিবিআই সময় চাওয়ার জেরেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে | আদালতের কাছে ৫দিন সময় চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই | সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ | মঙ্গলবার এই মামলার শুনানি হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *