বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :-বুধবারের পর বৃহস্পতিবারও লোকাল ট্রেন চালানোর অভিযোগে সোনারপুর স্টেশনে শুরু হল রেল অবরোধ | এদিনও সোনারপুর স্টেশনে রেল লাইনের ওপর বসে পড়েন কয়েক শো নিত্যযাত্রী |পূর্বরেল কর্তৃপক্ষ ও সোনারপুর থানার হস্তক্ষেপে অবরোধ ওঠে | কিন্তু নিজেদের দাবি থেকে সরেননি অবরোধকারীরা | বুধবারের পর বৃহস্পতিবার একই দাবিতে শুরু হয়েছে অবরোধ | ঘড়ির কাঁটায় তখন সকাল ৭ টা | শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল সোনারপুর স্টেশনে এসে পৌঁছয়, তখন নিত্য যাত্রীরা ট্রেনে ওঠার চেষ্টা করেন | ট্রেনের সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা |এক যাত্রী বললেন, “দিদির কাছে অনুরোধ ট্রেন চালালে সব চলুক, না হলে কোনও ট্রেনই চলবে না|এইভাবে পেটে কতদিন ভাত জোগাতে পারব|”অবরোধকারীদের দাবি, স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার অনুমতি দিতে হবে তাঁদের | সোনারপুর ছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুরের মল্লিকপুর, ঘুটিয়ারিতেও রেল অবরোধ চলছে | মল্লিকপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে | পুলিশের সঙ্গে ধস্তাধস্তির খবরও সামনে আসে | প্রসঙ্গত, গত ৬ মে বন্ধ থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন | প্রথমে ১৫ দিনের জন্য বলা হলো পরে তা পয়লা জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল | স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও, কবে লোকাল ট্রেন চালু করা হবে তা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন নিত্যযাত্রীরা | যাত্রীদের একাংশের কথায়, কাজে যেতে গেলে গাড়ি ভাড়া করতে গিয়ে দ্বিগুণ টাকা খরচ হয়ে যাচ্ছে|যাত্রীদের অনেকেই রেলের স্টাফ স্পেশ্যাল ট্রেনে উঠে পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাতেও রেলপুলিশ কর্তাদের হাতে ধরা পড়ে অযথা হয়রানির শিকার হতে হয় | পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে কোনও সময় ট্রেন চালাতে তারা তৈরি | তবে সেজন্য দরকার রাজ্য সরকারের ছাড়পত্র | রাজ্য সরকার অনুমতি না দিলে ট্রেন চালানো সম্ভব নয় |