Breaking News

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে,এখনই উপনির্বাচন সেরে ফেলুক কমিশন, আর্জি মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণেই রয়েছে | তাই শীঘ্রই নির্বাচন কমিশনের কাছে উপ-নির্বাচন-এর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ভোটের আগে প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন হয়নি | আরও ৫টি কেন্দ্র দিনহাটা, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর ও গোসাবায় নির্বাচন করতে হবে| নন্দীগ্রামে পরাজিত হওয়ায় ৬ মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে| ভবানীপুর কেন্দ্রটি শোভনদেব চট্টোপাধ্যায় মমতার জন্য ছেড়ে দিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর| মুখ্যমন্ত্রীর মত ,’উপনির্বাচন যতটা তাড়াতাড়ি সম্ভব করা উচিত | কারণ কোভিড পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে | ৭ দিন প্রচারের সময় দিয়ে করতে পারে | বেশি সময় দেওয়ার দরকার নেই | মুর্শিদাবাদের ২টি আসনে নির্বাচন বাকি | প্রায় ৭টি আসনে নির্বাচন বাকি | আমরা অপেক্ষা করছি |’ এদিন তিনি আরও বলেন,’আমি জানতে পেরেছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিলে উপনির্বাচন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন| এমনটা হলে আমি প্রধানমন্ত্রীকে উপনির্বাচনের অনুমতি দেওয়ার অনুরোধ করব | এখন পরিস্থিতির উন্নতি হয়েছে |তৃতীয় ঢেউ এলে আর করা যাবে না | ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাই নিয়ম | নির্বাচনের সময় কোভিড সংক্রমণ হার ছিল ৩৩ শতাংশ | এখন এটা কমে হয়েছে ৩.৬১% | ১০ দিনের মধ্যে এটা ১ থেকে ২ শতাংশের মধ্যে চলে আসবে | ৩৩ শতাংশ সংক্রমণ হারে নির্বাচন হতে পারে অথচ ১-২ শতাংশ থাকলে নির্বাচন হতে পারে না | আর কয়েকটা এলাকায় ভোট হতে পারে | বেশি সময় চাই না | উপনির্বাচন আয়োজনে অল্প সময় দিলেই হবে | মুখ্যমন্ত্রী আরও বলেন ‘অনেক জেলা কমিয়েছে সংক্রমণ | দার্জিলিং একটু বেশি আছে| নদিয়া, উত্তর ২৪ পরগণা,হুগলি, হাওড়া, বাঁকুড়ার মতো কয়েকটা জেলায় একটু বেশি আছে |’দরকারে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করতে পারেন বলে জানান মমতা বন্দোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *