Breaking News

করোনাকালে পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল চণ্ডী দৌলতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দিলেন অক্সিজেন অক্সিমিটার!

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:- পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল চণ্ডী দৌলতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য আধিকারিকের হাতে অক্সিজেন অক্সিমিটার তুলে দিলেন | বৃহস্পতিবার দিলীপ মণ্ডল বলেন,কিছুদিন আগে সরকারিভাবে পৈলান পার্কে যে সেভ হোম শুরু করেছিলাম সেখানে ৩ টি অক্সিজেন কনসেন্টট্রেটর এবং ৩ টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল বিডিওকে | আর আজ মাননীয় সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে চণ্ডী দৌলতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য আধিকারিক হাতে অক্সিজেন অক্সিমিটার তুলে দেন | এদিন তিনি আরও বলেন,তৃতীয় ঢেউ ঠেকাতে বিএমএইচও এর সাথে কথা বলে কিছু বাচ্চাদের জন্যে এবং সবার জন্যে যদি কোনও সেভ হোম করা যায় তার পরিকল্পনার কথাও জানান |

বস্তুতই কোভিডের আগ্রাসন এখন শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামকে গিলছে। নিত্যদিন রাজ্যের প্রায় সব জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে রোগীরা আসছেন | তাঁদের করোনা পরীক্ষা হচ্ছে, কিন্তু রিপোর্ট পেতে অন্তত বাহাত্তর ঘন্টা | এই মাঝের সময়ে রোগীর শারীরিক অবস্থা জানা অত্যন্ত জরুরি | জানা দরকার রোগীর অক্সিজেন স্যাচুরেশন | সেইমতো চিকিৎসা হলে সেরে ওঠা কঠিন‌ নয় | এটা মাথায় রেখেই উদ্যোগটি দানা বেঁধেছে | জানা গেছে,প্রথম ধাপে রাজ্যের প্রায় ১০টি ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে এর আওতায় আনা হচ্ছে | ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চাহিদা অনুযায়ী পালস অক্সিমিটার মজুত থাকছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *