দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে আগামী দিনে যাতে চিকিৎসকদের কোনও ঘাটতি না হয় তার জন্য রাজ্যে আরও ৬টি নতুন মেডিকেল কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার| নবান্ন সূত্রে খবর, জেলায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালে পঠনপাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে সেগুলিকে মেডিক্যাল কলেজের রূপ দেওয়া হচ্ছে | পরের বছরের মধ্যেই অন্ততপক্ষে দু’টি মেডিক্যাল কলেজের যাবতীয় ব্যবস্থা প্রস্তুত করে পঠনপাঠন শুরু করা হবে | সেক্ষেত্রে সামনের বছর নিট-এ ফের কয়েকশো আসন বাড়ার সম্ভাবনা | এরই মাঝে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার সম্ভাবনা | ঠিক এই রকম অবস্থায় রাজ্যে আরও ৬টি মেডিকেল কলেজ গড়ে তোলার কাজ দ্রুত শুরু করে দিতে চাইছে নবান্ন | হাওড়া জেলার উলুবেড়িয়ায়, উত্তর ২৪ পরগণা জেলার বারাসতে, হুগলি জেলার আরামবাগে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এবং ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি শহরে এই মেডিকেল কলেজগুলি তৈরি করা হবে| কিন্তু একটা মেডিকেল কলেজ গড়ে তুলে সেখানে ডাক্তারি পড়ানোর ব্যবস্থা করতে যেমন সময় লাগবে, তেমনই সরকারের প্রচুর অর্থ ব্যয় হবে| সব দিক খতিয়ে দেখে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, এই ৬টি জায়গায় থাকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালেই নতুন মেডিকেল কলেজের পঠনপাঠনের পরিকাঠামো তৈরি করবে সরকার| গড়া হবে ক্লাসরুম-সহ অন্যান্য ব্যবস্থা | সেখানেই যাতে ইন্টার্নশিপ করা যায়, তারও ব্যবস্থা রাখতে হবে | হাসপাতাল চত্বরে যদি হস্টেলের ব্যবস্থা না করা যায়, সেক্ষেত্রে হাসপাতালের কাছাকাছি করা হবে পড়ুয়াদের থাকার ব্যবস্থাও | প্রয়োজন হলে বেসরকারি কোনও বাড়ি ভাড়া নিয়েও আপাতত কাজ চালানো হতে পারে | প্রতিটি হাসপাতালে এই ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা করে খরচ ধরা হয়েছে | ইতিমধ্যেই কেন্দ্রীয় অনুমোদনও মিলেছে কয়েকটি ক্ষেত্রে | কেন্দ্রের থেকে কিছুটা অর্থও মিলবে | কেন্দ্র দেবে প্রায় ৬০ শতাংশ অর্থ | বাকিটা রাজ্যের| তবে তার আগে এমবিবিএস কোর্স চালু করার জন্য এমসিআইয়ের একাধিক শর্ত পূরণ করতে হবে | সে সব মেনে ছ’টির মধ্যে হুগলির আরামবাগ ও জলপাইগুড়ির হাসপাতালে মেডিকেল কলেজ পঠনপাঠনের জন্য দ্রুত চালু করে দেওয়ার অবস্থায় রয়েছে |